নীলফামারীতে মাটি খুঁড়তেই মিলল রাইফেল-মাইন-মর্টারশেল

  23-04-2024 03:04PM



পিএনএস ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল সংস্কার কাজে মাটি খননের সময় দুটি মাইন, একটি মর্টারশেল ও একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার সিটরাজিব গ্রামে একটি পতিত জমি খননের সময় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মুক্তিযুদ্ধের সময় উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল। উদ্ধারকৃত রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টারশেলটি তাজা রয়েছে।

এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর জানান, বর্তমানে ঘটনাস্থলটি পুলিশের নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিকটস্থ ক্যান্টনমেন্টের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এসব মাইন ও মর্টারশেল নিষ্ক্রিয় করবে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন