দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পু‌লি‌শের গু‌লি‌তে ‌নিহত ১

  29-04-2024 12:18AM

পিএনএস ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে পুলিশের সঙ্গে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এসময় শটগানের গুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরাজিত এক ইউপি সদস্য প্রাথীর সমর্থক ও পুলিশের মধ্যে সংর্ঘষ হয়। এসময় শটগানের গুলিতে হাজি মোহাম্মদ আলী (৭০) নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত হাজি মোহাম্মদ আলী বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামের মাহামুদ বক্সের ছেলে।

দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ জানান, সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চবিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নির্বাচনী পলাফল ঘোষণার পর সদস্য পদে ফলাফল ঘোষণা করা হয়। ১নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীক নিয়ে জোবাইদুর রহমান ২০ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী সাইদুর রহমানের সমর্থকরা ফলাফল মেনে না নিয়ে কেন্দ্রে হামলা চালান। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এরপর জনগণের জান-মাল রক্ষার্থে ৫০/৬০ রাইন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে। পরে জানা যায় হাজি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসাপাতালে যাওয়ার পথে মারা গেছেন। ঘটনা শুনে তাৎক্ষণিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছি।

তবে এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কিছু বলতে রাজি হননি। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাজি মোহাম্মদ আলী বিজয়ী ইউপি সদস্য জোবাইদুর রহমানের চাচা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন