নাটোরে হিটস্ট্রোকে সৌদি প্রবাসীর মৃত্যু

  30-04-2024 07:20PM

পিএনএস ডেস্ক : নাটোরে ভুট্টা জমিতে কাজ করার সময় হিটস্ট্রোকে মো. খাইরুল ইসলাম (৫০) নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া এলাকা এ ঘটনা ঘটে।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত. মো. খাইরুল ইসলাম (৫০) একই উপজেলার উজানপাড়া এলাকার মো. আব্দুর রহমান ছেলে। তিনি একজন সৌদি প্রবাসী।

তার স্বজনরা জানিয়েছেন, দীর্ঘ ৮ বছর আগে সৌদি আরবে কাজে যান খাইরুল ইসলাম। ঈদে তিন মাসের ছুটিতে খাইরুল নাটোরের নলডাঙ্গায় গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে নিজের জমিতে ভুট্টা সংগ্রহে যান। এ সময় হঠাৎ জমিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে লোকজন উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আমাদের কাছে সকাল ১১ টার দিকে খবর আসে খাইরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন। পরে তার মৃত্যুর সকল প্রক্রিয়া আমাদের একজন মাঠকর্মী সংগ্রহ করেন। সবকিছু শুনে আমাদের কাছে মনে হয়েছে তিনি হিটস্ট্রোকে মারা যেতে পারেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন