বিরামপুর সীমান্তে সাপের বিষ উদ্ধার

  10-05-2024 09:01PM

পিএনএস ডেস্ক : দিনাজপুরের বিরামপুরের সীমান্ত এলাকা থেকে আড়াই কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত থেকে বিষগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, রাতের আঁধারে সীমান্ত দিয়ে ভারতে সাপের বিষ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুরের উচা গোবিন্দপুর মাঠে অবস্থান নেয় বিজিবি। পরে ওই এলাকা দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে পরিত্যক্ত অবস্থায় দুটি কাঁচের বোতলে থাকা সাপের বিষয়গুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবি অভিযান চালিয়ে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে। সীমান্তে বিজিবি সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন