তেল শেষ তাই বাইক ফেলে পালালো

  25-08-2016 07:41PM



পিএনএস ডেস্ক : বাসার তালা ভেঙে মোটরসাইকেল চুরি করে কিছুদূর যাওয়ার পর তেল ফুরিয়ে যায়। মোটরসাইকেলটি কিছুতেই আর চালু হচ্ছে না। এদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। মসজিদ থেকে মুসুল্লিরা বের হচ্ছে। তাই ঝামেলা পড়ার আগেই মোটরসাইকেল ফেলে ভৌদৌঁড় দেয় চোরেরা।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর শহরে বৃহস্পতিবার ভোরে।

জানা গেছে, পৌর শহরের ভালুকা ডিগ্রি কলেজের পেছনে কামাল ভিলার গেটের তালা ভেঙে চোরেরা বাসার ভেতর ঢুকে মৃত আব্দুল কদ্দুসের ছেলে কামাল আহমেদের মোটরসাইকেলটি (নং ময়মনসিং- ল- ১১-১৭৬৬) চুরি করে নিয়ে যায়। কিছুদুর যাওয়ার পর ভালুকা ফাজিল মাসরাসার সামনে পৌঁছলে তেল শেষ হয়ে যায় মোটরসাইলের । এসময় স্থানীয় মুসুল্লিরা ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তারা দেখেন মোটরসাইকেলে তিন জন আরোহী। একজন মোটরসাইকেলটি চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এসময় মুসুল্লিরা তাদের পরিচয় জানতে চাইলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চোরেরা।

সেখান থেকে ভালুকা মডেল থানা পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, ‘মালিক আসলেই ভাগ্যবান। তেল ফুরিয়ে যাওয়ায় চোরেরা সফল হয় নাই। উদ্ধার করা মোটরসাইকেলটি মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে’।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন