টানা নৌযান ধর্মঘটে ঘাটশ্রমিকদের অলস দিন কাটছে

  26-08-2016 12:13PM


পিএনএস, খুলনা : মুজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবি আদায়ের নৌযান শ্রমিকদের ধর্মঘটের ৪র্থ দিনেও খুলনার রুশভেন্ট জেটিসহ সকল ঘাটে পণ্য উঠা-নামার কাজ বন্ধ রয়েছে।

এসব এলাকায় পণ্য খালাসের জন্য প্রায় দেড় শতাধিক কার্গো-বার্জ অপেক্ষা করছে। এ ধর্মঘটের ফলে খুলনা থেকে নওয়াপাড়া পর্যন্ত প্রায় ৫ হাজার ঘাটশ্রমিক অলস সময় অতিবাহিত করছে। দ্রুত এই অবস্থার অবসান না হলে বিশেষ করে দেশের বিভিন্ন জেলায় আমন মৌসুমের সার সংকট দেখা দিতে পারে।

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ ও মংলাবন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম আবারও বলেন নৌযান শ্রমিকদের এই দাবি অযৌক্তিক।

তিনি নৌ-পরিবহনমন্ত্রী শাহাজান খানের বক্তব্যর সাথে দ্বিমত পোষণ করেন।

তিনি বলেন, এই ধর্মঘটের ফলে মংলাবন্দর ব্যবহারকারীদের প্রতিদিন কোটি কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। শ্রমিকদের দ্রুত কাজে ফিরে আসার আহ্বান জানান তিনি।

এদিকে শুক্রবার (২৬ আগস্ট) সকালে নগরীর ৪, ৫ ও ৭নং ঘাট এলাকায় নৌযান শ্রমিকরা তাদের দাবির সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেছে। তারা সরকার ঘোষিত সর্বনিম্ন মুজুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই কাজে ফিরে যাবে না বলে জানিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন