কুমিল্লায় বিদেশী পিস্তলসহ গ্রেফতার-৩

  29-11-2016 05:03PM

পিএনএস, কুমিল্লা : কুমিল্লায় ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার খেতাসার এলাকা থেকে আটক করে। আটককৃতরা হলো- সদর উপজেলার চম্পকনগর সাতুরা (শীল বাড়ির) মৃত আমীর আলীর পুত্র মোঃ ইউসুফ জামান নীরব (২৬), নগরীর রানীর বাজার রোড সোহাগী ভিলা বাসার ভাড়াটিয়া বাবুল চন্দ্র সরকারের পুত্র হৃদয় চন্দ্র সরকার ওরফে তুষার (১৮) ও চম্পক নগর সাতুরা গাড়ী বাড়ির দক্ষিণ পাড়ার মোঃ মনির হোসেনের পুত্র মোঃ ইশতিয়াক আহম্মেদ ওরফে ফয়সাল (১৮)।

ডিবি পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম, এসআই শাহ কামাল আকন্দ পিপিএম, এএসআই নজরুল ইসলাম, এএসআই নন্দন কুমারসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় সদর উপজেলার খেতাসার-বিশ্বরোড গামী সড়কের রাস্তার মাথা তল্লাশী চালায়। এ সময় অস্ত্র ব্যবসায়ী মোঃ ইউসুফ জামান নীরব, হৃদয় চন্দ্র সরকার @ তুষার, মোঃ ইশতিয়াক আহম্মেদ @ ফয়সাল আটক করে। এ সময় তাদেরকে তল্লাশী চালিয়ে ১টি ৭.৬৫ বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

ডিবির উপপরিদর্শক সহিদুল ইসলাম জানান-গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসীদের নিকট অস্ত্র ভাড়া দিতো এবং অস্ত্রের ব্যবসা করতেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে গতকাল মঙ্গলবার দুপুরে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন