টেকনাফে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

  18-01-2017 06:22AM

পিএনএস ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নাফনদী সংলগ্ন সাবরাং আছার বনিয়া এলাকা থেকে চার কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে নাজিরপাড়া বিওপির জওয়ানরা মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার সংবাদে আছার বনিয়ার জঙ্গলে অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবি জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে একটি বস্তা ফেলে অন্ধকারে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।

পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা ব্যাটালিয়ন সদর দফয়ে এসে গণনা করে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন