বাগেরহাটে ‘মা’সহ দুইমেয়েকে ধর্ষন

  10-04-2017 09:57PM

পিএনএস, বাগেরহাট অফিস : বাগেরহাটের চিতলমারীতে বাবাকে বেঁধে মুনিসম্প্রদয়ের মা-সহ দুই মেয়েকে ধর্ষন মামলার বাদীও তার পরিবার এখন আসামী পক্ষের হুমকির মুখে মানবেতর জীবন কাটাচ্ছেন। বর্তমান মুনিপরিবার গুলোর শিশু থেকে বৃদ্ধের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ পাওয়াগেছে। এলাকা বাসী,ভিকটিম ও মামলার বর্ননা সুত্রে জানাগেছে,চিতলমারীর বড় বাড়িয়া ইউনিয়নের বড়গুনি গ্রামের মুনিপাড়ায় গত ০৫মার্চ গভীররাতে নিখিল বিশ্বাসের ঘরের দেওয়ালে সিঁদকেটে ৪/৫জনের একদল দুর্বৃত্ত প্রবেশকরে।

এসময় তারা নিখিলকে বেঁধে তার স্ত্রী-(৩৫), দুই মেয়ে (১২)ও (১৯) কে হাত-পা’ বেঁধে ধারালো অস্ত্রেরমুখে ধর্ষনকরেএবং ঘরেথাকা প্রায় ১৫হাজার টাকার মূল্যবান মালামাল নিয়ে যায়।পরদিন ৬মার্চ নিখিল বাদিহয়ে চিতলমারী থানায় নারীওশিশু নির্যতন দমনআইনে ০৫নং মামলা দায়ের করেন।মামলায় একইগ্রামের সুবোল বাছাড়ের ছেলে বাবুবাছাড়(৩০),জয়নাল শেখের ছেলে ইনছান(৩৫)ও আজগার(২৫)সহ অজ্ঞতনামা ২/৩জনকে আসামী করাহয়। আসামীদের মধ্যে বাবু বাছাড়ও ইনছানকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরনকরেছে।দুই আসামী আটকের পরথেকে এলাকার কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় আসামীপক্ষের লোকজন বাদী নিখিল বিশ্বাসকে মামলা তুলেনিতে বারবার হুমকি দিয়েআসছে।

মামলা তুলেনা নিলে ওইপরিবারকে প্রান নাশের হুমকি সহ দেশত্যাগ করার হুমকি দেয়াহচ্ছে বলে নিখিল ওতার পরিবারের লোকজন জানিয়েছেন।হুমকির মুখে নিখিলের পরিবার সহ ওইপাড়ার নিরহ মুনিসম্প্রদয়ের নারী-পুরুষের বর্তমান অতঙ্কে দিন কাঠছে।এব্যপারে স্থানিয় আছাদ শেখ বলেন, এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা খুবই দুঃখ জনক।আমি নির্যতিতাদের সহযোগিতাকরায় আমাকেওধর্ষক দলের লোকজন প্রান নাশের হুমকি দিয়েছেএবংমামলা করায় বাদির উপর কঠিন চাপও চলছে।

উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পদক ওসমাজ সেবক আমুরহোসেন মিঠুবলেন এধরনের নির্যাতন ৭১কেও হার মানিয়েছে।আমিচাই পরিবারটি সুষ্টু বিচারপাক।প্রাত্তন ইউপিসদস্য এহিয়া শেখ বলেন,এরা মানুষনয়, এমামলায় দোসীদের বিচার হওয়া উচিৎ।মুক্তিযোদ্ধা গাউছশেখ(৭৮ )বলেন-ঘটনা সত্য,আমি সকালে ওদের বাড়ীতে গিয়ে যা দেখেছি তাহলো ১২বছরের ছোট মেয়েটাসহ ধর্ষিতাদের চোখেমুখে ছিলএকটা আতঙ্কের ভাব।

এছাড়াএদের শারীরিক অবস্থাও খুব খারাপছিল ।এব্যপারে থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ রেজাউল করিম’র-সাথে কথাহলে তিনি বলেন নারীওশিশু নির্যাতন দমন আইনেএব্যাপারে একটি মামলা হয়েছে এবং আসামী দুইজনকে গ্রেফতার করাহয়েছে।মামলার তদন্তকারী অফিসার এস.আই গিয়াসউদ্দিন বলেন আসামীদের ৭দিনের রিমান্ড চাওয়াহলে আদালতএক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন