নীলফামারীতে জোড়াখুনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  19-05-2017 07:48PM

পিএনএস, নীলফামারী : কানাইয়া নামের এক জোড়াখুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় জেলা শহরের করতোয়া ব্রীজ সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের সামনে হতে তাকে গ্রেফতার করে। সেখানে সে ছদ্মনাম উত্তম নামে পরিচিত ছিল। র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, তিনি ও স্কোয়াড কমান্ডার এএসপি শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাবুপাড়া (সুইপার কলোনী) মহল্লার মৃত রামায়নের ছেলে। তার বিরুদ্ধে জোড়াখুনের পার্বতীপুর জিআরপি থানায় একটি মামলা রয়েছে। মামলা নং-০২। তারিখ-০৭/০৭/২০০০। আদালত কর্তৃক ওই মামলায় কানাইয়ার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় দেয়। ঘটনার পর হতে আসামী পলাতক ছিল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন