বরিশালে পুলিশ কর্মকর্তাকে মারধরে ৩ ছাত্রলীগকর্মী আটক

  15-08-2017 11:18PM

পিএনএস ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) আব্দুল মতিনকে মারধরের অভিযোগে ছাত্রলীগের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে নগরীর কেন্দ্রিয় ঈদগাহ ময়দান সংলগ্ন বান্দ রোডে পুলিশ কর্মকর্তার উপর এই হামলার ঘটনা ঘটে।

আহত এটিএসআই মতিনকে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের উপর হামলার অভিযোগে আটককৃতরা হলেন, নগরীর অমৃত লাল দে কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র রেদোয়ানুল ইসলাম রিফাত ও আমির হোসেন খান এবং সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর মারকিনুল ইসলাম মারুফ। এদের মধ্যে আমির ও মারুফ নগরীর কাটপট্টি রোডের এবং রিফাতর নগরীর কাউনিয়া জানু কি সিংহ রোড এলাকার বাসিন্দা। তারা ৩জনই পদবীবিহীন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে সাংবাদিকদের সামনে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) ফরহাদ সরদার জানান, এটিএসআই আব্দুল মতিন সন্ধ্যার আগে মোটরসাইকেলযোগে বান্দ রোড হয়ে গন্তব্যে যাচ্ছিলো। কেন্দ্রিয় ঈদগাহ ময়দান এলাকা অতিক্রমকালে পাশের আরেকটি মোটরসাইকেলের সাথে অনাকাঙ্খিতভাবে ধাক্কা লাগলে দুটি মোটরসাইকেলই দুর্ঘটনাকবলিত হয়। এ সময় অপর মোটরসাইকেলের আরোহী ৩ তরুন এটিএসআই আব্দুল মতিনকে প্রকাশ্য রাস্তায় বেদম মারধর করে। পরে টহল পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন সহকারী কমিশনার ফরহাদ সরদার।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন