শাহজালালে ৭ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ

  16-09-2017 12:14PM

পিএনএস ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিসর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০ হাজার ৫০০পিস আমদানি নিষিদ্ধ মূল্যবান ওষুধ (ট্যাবলেট ও ইনজেকশন) জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।

শুক্রবার রাতে এসব জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদুল ইসলাম জানান, এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ এক যাত্রীর (মিসর-দুবাই-ঢাকা) কাছ থেকে বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ওষুধ আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

তিনি জানান, গোপন সংবাদ থাকায় ওই ফ্লাইটের সন্দেহজনক যাত্রী সোহেল রানার ওপর নজরদারী রাখা হয়। বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার ব্যাগেজ স্ক্যান করা হয় এবং ব্যাগ থেকে ২০ হাজার ৫০০পিস বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ মূল্যবান ওষুধ (ট্যাবলেট ও ইনজেকশন) জব্দ করা হয়। এসব ওষুধের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা।

আমদানি নীতি অনুযায়ী, রোগীর ব্যবস্থাপত্র ছাড়া বা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ওষুধ বাংলাদেশে আমদানি করা যাবে না। এ বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন