ইয়াবা ও ওষুধসহ ভুয়া ডাক্তার আটক

  20-09-2017 08:04AM

পিএনএস ডেস্ক: খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের পাশে মাদকের কারবার করার সময় ইয়াবা ও ওষুধসহ দুই জন ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত দুজন হলেন, মাদারীপুর জেলার কালকিনী উপজেলার মো. আলাউদ্দিন হাওলাদারের ছেলে মো. আব্দুল কাদের শাহিন তুষার (২৮) ও খুলনার দিঘলীয়া উপজেলার পানি গাতির ইব্রাহিম শেখের মেয়ে খাদিজা আক্তার তুলি (২২)।
তারা দুজন স্বাীম-স্ত্রী পরিচয়ে ঐ বাসায় লিভ টুগেদার করছিলেন।

খাদিজা আক্তার তুলি খুলনার বয়রাস্থ আরবান হেল্থ ক্লিনিকের কর্মচারী।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অতি. উপ-পুলিশ কমিশনার ডিবি এএম কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বয়রা বাজারস্থ ছোট বয়রা মার্কেট ক্রস রোড, হোল্ডিং নং-৬৮’র উত্তর পাশ থেকে তাদের দুজনকে আটক করা হয়েছে। তারা বেশ কিছুদিন যাবৎ বাসা ভাড়া নিয়ে নিজেরা ডাক্তার হিসেবে হাসপাতালের রোগীদের প্রতারণা করে ভুয়া চিকিৎসা দিয়ে আসছেন।

তাদের বাসা তল্লাশি করে অনেক পরিমাণ ব্যবহৃত ইনজেকশনের খালি শিশি, অব্যবহৃত ইনজেকশন, সিরিঞ্জ ও অন্যান্য ঔষধ পাওয়া গেছে। জব্দ করা হয় ১৮ পিস ইয়াবা ট্যাবলেট।

এছাড়াও তারা হাসপাতালের ডাক্তার ও অন্যান্য মাদকসেবীদের মাদক সরবরাহ করে বলেও ডিবি সূত্র জানায়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন