বাল্যবিয়ের আসর থেকে কনের বাবা আটক

  12-10-2017 09:35PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : বাল্যবিয়ের আসরে পুলিশ উপস্থিত হওয়ার খবর পেয়ে পালিয়ে গেছে বরযাত্রীসহ বর। পরবর্তীতে পুলিশ কিশোরী কনের সাথে আলাপ করে জানতে পারেন তার ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা জোরপূর্বক তাকে বিয়ে দিচ্ছে। অবশেষ পুলিশ কনের বাবাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বরিশাল জেলার গৌরনদী উপজেলার আহম্মদকাঠী গ্রামে। জানা গেছে, ওই গ্রামের পরিমল মিত্রর কিশোরী কন্যা কবিতা মিত্রকে (১৫) জোরপূর্বক পরিবারের লোকজনে বাল্যবিয়ে দেয়ার জন্য বুধবার রাতে হিন্দুরিতী অনুযায়ী সকল আয়োজন সম্পন্ন করেন।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হওয়ায় মুহুর্তের মধ্যে বরযাত্রী ও বর পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ কনের বাবা পরিমল মিত্রকে আটক করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের কাছে সোর্পদ করেন। বিচারক মাসুমা আক্তার কিশোরী কনে কবিতা মিত্রর ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবেননা মর্মে তার (কবিতা মিত্র) বাবার কাছ থেকে লিখিত মুচলেকা রেখে এক হাজার টাকা অর্থদন্ড করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন