বেনাপোল স্বর্নের বারসহ ভারতীয় আটক ১

  17-10-2017 03:32PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮৫লাখ টাকা মূল্যের ২কেজি ১গ্রাম ওজনের১৮টি স্বর্নের বারসহ শ্রী শ্রবন বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সে ভারতের উত্তর ২৪পরগনা জেলার বনর্গাঁ এলাকার চড়–ইগাছি গ্রামের বিরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে। তবে এসময় এপারের সোনা পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটক সোনার মালিক বনগাঁ থানার ভিড়া গ্রামের মিজানুর রহমান বলে জানায় বিজিবি। এনিয়ে এক মাসের ব্যবধানে ১২টি সোনার চালান আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান, মঙ্গলবার সকালে বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। ঘিবা মাঠে অভিযান চালিয়ে আটক করা হয় শ্রবনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৫লাখ টাকা মূল্যের ২কেজি ১শগ্রাম ওজনের১৮টি স্বর্নের বার। আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় এবং সোনা বেনাপোল কাষ্টমসে জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন