শিক্ষা প্রকৌশল অধিদফতরের ১০৮টি মেরামত কাজে দুর্নীতিঃ কোটি কোটি টাকা হাওয়া (পর্ব-২)

  17-10-2017 09:23PM

পিএনএস (মোঃ শাহাবুদ্দিন শিকদার) : শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঢাকা মেট্রো জোনেই শুধু কাজের নামে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে না বরং এই দুর্নীতির শিকড় বহুদূর পর্যন্ত প্রোথিত। ঢাকা মেট্রো জোনের দুর্নীতিবাজ সিন্ডিকেট অন্যান্য জোনের দুর্নীতিও নিয়ন্ত্রন করে। ফলে শিক্ষা প্রকৌশল অধিদফতরে কাজের কাজ কিছু না হলেও সরকারের টাকা-কড়ি লুটপাট হয়েছে। সাভার ও নরসিংদী জোনসহ সারাদেশের জোনগুলোতে কোটেশন ও এলটিএম-এর নামে যা হচ্ছে তা ভাষায় প্রকাশের মাত্রা ছাড়িয়েছে অনেক আগেই। আমরা পরবর্তী পর্বগুলোতে এই অভিযোগের তথ্যগুলো সুস্পষ্টভাবে কাজের নাম ও দায়ী কর্মকর্তার নামসহ উল্লেখ করার চেষ্টা করবো।

সূত্র মতে, শুধু ঢাকা মেট্রো জোনেই নয় বরং প্রধান প্রকৌশলীর কার্যালয়েও একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট নির্বিঘ্নে দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছে। সরকারী ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি গার্লস স্কুল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী নিবাসসহ সর্বত্রই দুর্নীতির ছড়াছড়ি। শিক্ষা প্রকৌশল অধিদফতরের এই দুর্নীতির মিশন বন্ধে অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর আশ্ত তদন্ত ও হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টমহল। তাঁরা মনে করেন, যথাযথ তদন্ত হলে দেখা যাবে অভিযুক্ত জোনগুলোতে কাজ না করে কিংবা নাম মাত্র কাজ করে বিল তুলে নেয়া হয়েছে। বর্তমান অর্থ বছরে যে সমস্ত জায়গায় কোটেশন ও এলটিএমের মাধ্যমে কাজ করা হয়েছে বলে দাবী করা হয়েছে সেগুলো পরিদর্শন করলেই অভিযোগের সত্যতা মিলবে।

অভিজ্ঞমহল এ ব্যাপারে বিস্তারিত তদন্ত পূর্বক দোষীদের শাস্তির আওতায় আনার দাবী করেছেন।

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন