নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ২

  20-10-2017 07:32PM

পিএনএস, নরসিংদী : নরসিংদীতে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছে ২ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১ কাটা রাইফেল ও ২ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. গাফফার তাদের গ্রেফতার করেন।(১৮অক্টোবর) বুধবার থেকে (২০ অক্টোবর) শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ২ জন হলেন ফোরকান মিয়া (৩২) ও ওহাব মিয়া (২৯)। ফোরকান শহরের বীরপুর মহল্লার মৃত অলি উল্লাহর ছেলে এবং ওহাব পলাশ উপজেলার ধনাইর চর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বীরপুর মহল্লার সিএনজি অটোরিকশা-স্ট্যান্ড থেকে ফোরকানকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল, পাঁচ রাউন্ড গুলি ও দুই হাজার সাতশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ওহাব মিয়াকে পলাশ উপজেলার ধনাইর চর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় ওহাবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. গাফফার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অপহরণ, হত্যা, মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন