এমপির পিএসের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদের অভিযোগ

  24-11-2017 01:41AM

পিএনএস ডেস্ক: নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মোমিনের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) তোফায়েল আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, কমিশনের তিন সদস্যের যাচাই-বাছাই টিমের দেয়া সুপারিশের ওপর ভিত্তি করে দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেনকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দিয়েছেন।

এ প্রসঙ্গে মোয়াজ্জেম হোসেন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছি। সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে অনেক বড় বড় অভিযোগ। অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, ইতোমধ্যে তোফায়েল আহমেদের সম্পদের খোঁজে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেসব তথ্য হাতে আসার পর তা বিশ্লেষণ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুদক সূত্র জানায়, বিভিন্ন দফতর থেকে তথ্য আসার পর তোফায়েলকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ পাঠানো হতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেউ দিতে পারবে না। ষড়যন্ত্র করে কেউ মিথ্যা অভিযোগ দিতে পারে। নাম-ঠিকানাবিহীন অভিযোগ ভিত্তিহীন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন