কর্নেল পরিচয়ে প্রতারণায় গ্রেফতার ১

  24-11-2017 02:43AM

পিএনএস ডেস্ক: কর্নেল পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। কর্নেল পরিচয় দিয়ে জাতীয় সংসদ ভবনে প্রবেশের অভিযোগে গত মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

তার নাম শামীম উর রশিদ (৫১)। তার বাড়ি কুমিল্লা তিতাসের কানাইনগরে। তবে বর্তমান বাসা রাজধানীর ডেমরায়।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ সমকালকে জানান, শামীম একসময় জনশক্তি রপ্তানি ব্যবসা করত। বিদেশ পাঠানোর নামে মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে।

এ ব্যবসা ছেড়ে নিজেকে কর্নেল আতিক পরিচয় দিয়ে প্রতারণা শুরু করে। মাথার চুল ছোট রাখে নিজেকে কর্নেল হিসেবে মানুষের কাছে উপস্থাপনের জন্য। মঙ্গলবার জাতীয় সংসদের একটি গেটে দায়িত্বরত পুলিশ সদস্যের কাছে সে কর্নেল পরিচয় দিয়ে ভেতরে ঢোকে।

পরবর্তীতে তার গতিবধি সন্দেহ হওয়ায় জাতীয় সংসদের এলডি হলের তিন নম্বর ব্লকের সামনে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বিমান বাহিনীর কর্পোরাল রফিকুল ইসলাম বাদি হয়ে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সংরক্ষিত এলাকায় ভুয়া পরিচয় দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনের রিমান্ড নেওয়া হয়।

গত বছরেও প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানায় পুলিশ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন