ট্রাকচালককে চালককে মারধর করায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

  10-11-2018 03:06PM

পিএনএস ডেস্ক :চাঁদা না দেয়ায় ট্রাকচালককে মারধরের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমকে। এর আগেে এ ঘটনায় টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু অবরোধ করে শ্রমিকরা। শনিবার (১০ নভেম্বর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টা সেতু অবরোধ করে রাখে তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে থানার এসআই নুরে আলমের নেতৃত্বে ভোর সাড়ে ৫টার দিকে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলো। এ সময় নুরে আলম বকুল নামের এক ট্রাক চালকের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। কিন্তু সে তা দিতে অস্বীকার করায় এসআই নুরে আলম তাকে নির্মমভাবে আঘাত করে। এতে তার চোখের নীচে ফেটে রক্তক্ষরণ হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ ট্রাক ও বাস শ্রমিকরা সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘন্টা সেতু সড়ক অবরোধ করে রাখে। শনিবার সকাল সাড়ে ৫টার দিকে মূলত এ ঘটনার সূত্রপাত হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন