মাত্র ৯ দিনে হার্টের রোগীকে ১০৭৩ ট্যাবলেট খাওয়ানো হলো!

  21-06-2019 11:37AM

পিএনএস ডেস্ক:৯ দিনে ১ হাজার ৭৩টি ট্যাবলেট খাওয়ানো হয়েছে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে রাজধানীর গ্রিন রোডের সোস্যাল ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীকে। যে ওষুধগুলোর বিল করা হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। শুধু তাই নয়, রোগীর শ্বাসপ্রশ্বাসের কাজে অক্সিজেন ব্যবহার করা না হলেও রোগীর স্বজনদের এ বাবদ ২০ হাজার টাকা বিল ধরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীর স্বজনদের কাছ থেকে পাওয়া এমন অভিযোগে সোস্যাল ইসলামি ব্যাংক হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)’র ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বৃহস্পতিবার (২০ জুন) রাত ৯টার দিকে শুরু হয় অভিযান। এই একই হাসপাতালে গত বছরও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল।

ওই রোগীর ছেলে শাকিল আহমেদ জানান, ‘গত ৭ জুন আমার মায়ের হার্ট অ্যাটাক হয়। বেড ভাড়া ৫ হাজার আর ওষুধ বাবদ যা লাগে এমন চিন্তা করে মাকে ভর্তি করাই ওই হাসপাতালে। সেখানে ভর্তির পর মাকে কখনও আইসিইউ বা লাইফ সাপোর্টে রাখা হয়নি বা কোনও অপারেশনও করা হয়নি। ৯ দিন পর হাসপাতাল থেকে জানানো হয় আমার মাকে ১ হাজার ৭৩ পিস ট্যাবলেট খাওয়ানো হয়েছে। এটা জেনে আমি বাইরে থেকে ওষুধ এনে খাওয়ানো শুরু করি।’

ক্ষোভ প্রকাশ করে শাকিল বলেন, ‘তারা কী এমন চিকিৎসা করালো যে, প্রতিদিন ১০৯টি করে ট্যাবলেট আমার মাকে খাওয়ালো! এটা শুনে আমি অবাক হয়েছি। আমার পরিবারের কেউ মায়ের এত ওষুধ খাওয়ানো দেখেনি। হাসপাতাল থেকেই বলা হচ্ছিল আমার মায়ের শ্বাস-প্রশ্বাস ঠিক আছে। কিন্তু যখন বিল দেয়া হয়েছে সেখানে অক্সিজেন বিল বাবদ ২০ হাজার টাকা ধরা হয়েছে।’

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, ‘৯ দিন আগে ভর্তি হওয়া হার্টের এক রোগীকে ১ হাজার ৭৩টি ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে বিল দিয়েছে হাসপাতালটি। একজন রোগীর পক্ষে ৯ দিনে কিভাবে এতগুলো ট্যাবলেট খাওয়া সম্ভব?’

অভিযানে নেতৃত্ব দেয়া সারওয়ার আলম জানান, ‘রোগীদের জিম্মি করে বাড়তি অর্থ আদায়, অপ্রয়োজনীয় চিকিৎসাপত্র দেয়া ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর মতো নানা অভিযোগের ভিত্তিতে গ্রিন রোডের সোস্যাল ইসলামিয়া ব্যাংক হাসপাতালে অভিযান চালিয়েছি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন