বাজেট ঘোষণা করব আর সর্বোচ্চ দুইবার : অর্থমন্ত্রী

  16-11-2016 03:05PM

পিএনএস ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বয়স বেড়ে যাওয়ায় কারণে আর সর্বোচ্চ দুই বার বাজেট ঘোষণা করতে পারবো।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শিশুদের বাজেট পাঠ সহায়িকা’ শীর্ষক পুস্তিকা প্রকাশনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

জীবনের প্রথমবারের বাজেট ঘোষণার স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, ওই সময় বাজেট ঘোষণা হত ১৫-১৬ পৃষ্ঠার। তার আগে ছিল সর্বোচ্চ ১০ পৃষ্ঠার। কিন্তু সময়ের বিবর্তনে এখন ১০০ পৃষ্ঠার বাজেট ঘোষণা হয়।

অর্থমন্ত্রী জানান, বাজেট ঘোষণা হলে পণ্যের দাম বাড়বে-এমনটি সাধারণ ধারনা। তাই বাজেটকে কীভাবে মানুষের কাছে সহজবোধ্য করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করি। তারই আলোকে ‘শিশুদের বাজেট পাঠ সহায়িকা’ বইটি প্রকাশ করা হয়েছে। আর আগামী বছর বাজেটের উপর মানুষের ধারণা কেমন তা নিয়ে জরিপ করা হবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন