পোশাক রফতানি কমছে

  09-02-2017 09:51AM


পিএনএস, এবিসিদ্দিক: তৈরি পোশাক রফতানি কমছে। চলতি অর্থবছরের সাত মাসে(জুলাই-জানুয়ারী) লক্ষ্যমাত্রার চেয়ে তৈরি পোশাক রফতানি কমেছে ৫ শতাংশ। এসময়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ২৭৭ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার যার বিপরীতে আয় হয়েছে ১৬ হাজার ৪০৩ দশমিক ২৩ মিলিয়ন ডলার। ওভেন পোশাক রফতানি আয় কমেছে ৯ দশমিক ৪০ শতাংশ আর হোমটেক্সটাইল কমেছে ৩ দশমিক ৮ শতাংশ।

এছাড়া উল্লেখযোগ্য পরিমানে কমেছে প্রাথমিক পণ্য। যার মধ্যে কৃষিজাত পণ্যের রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৮৯ শতাংশ কমেছে। ফুল রফতানি প্রায় শূণ্যের কোটায় নেমে এসেছে। গড়ে শিল্পজজাত পণ্যের রফতানি আয় কমেছে ৪ দশমিক ৫৪ শতাংশ। বেড়েছে কাঁচা চামড়া আর কমেছে চামড়াজাত পণ্যের রফতানি। বেড়েছে কাঁচা পাট আর পাটজাত পণ্যের। উল্লেখযোগ্য পরিমানে বেড়েছে পাটের বস্তা রফতানি। উল্লেখ সাত মাসে মোট রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে ৪ দশমিক ৫৪ শতাংশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন