‘দুই বছরের মধ্যে বিড়িকে বিদায় করব’

  30-04-2017 04:50PM

পিএনএস ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামী দুই বছরের মধ্যে বিড়িকে চিরতরে দেশ থেকে বিদায় করে দেব। এজন্য আগামী দুই বছরের বাজেটে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে।’

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এনবিআরের পরামর্শক কমিটির ৩৮তম সভায় প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের দেশে আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। তামাকজাত পণ্য জনস্বাস্থের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে, বিড়ি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আগামী দুই বছরের মধ্যে দেশ থেকে বিড়িকে চিরতরে বিদায় করে দেব। এজন্য আগামী দুই বারের বাজেটে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। দুই বছরে সম্ভব নাও হতে পারে। তবে আমাদের প্রচেষ্টা থাকবে।’

তিনি আরো বলেন, ‘ব্যবসায়ীরা অগ্রিম ভ্যাট না নেওয়ার দাবি তুলেছেন। বর্তমানে ৫ শতাংশ অগ্রিম ভ্যাট আদায় করা হয়। বাজেটে ব্যবসায়ীদের দাবি বিবেচানার চেষ্টা করব। এ ছাড়া ২০২৪ সাল পর্যন্ত দেশের আইসিটি সেক্টরকে অবমুক্ত করা হয়েছে। কিন্তু আইসিটি ব্যবসায়ীরা বলছেন, তারা অবমুক্ত সার্টিফিকেট পাননি। এটা ঠিক হয়নি। এনবিআরকে বলব, দ্রুত তাদেরকে এটা দেওয়া উচিত।’

অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে দেশীয় শিল্পকে কীভাবে বাঁচানো যায়, এ চিন্তা করছি। এ বিষয়টি মাথায় রেখেই ভ্যাট আইন প্রণয়ন করা হয়েছে। দেশের ব্যবসায়ীরা কাঁচামাল আমাদানিতে ৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের যে দাবি তুলেছেন তা বিবেচনা করা হবে।’

সভা পরিচালনা করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এ সময় দেশের প্রায় সব ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।


পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন