২৬ জুলাই নতুন মুদ্রানীতি ঘোষণা

  18-07-2017 09:38AM

পিএনএস ডেস্ক:বাংলাদেশ ব্যাংক ২০১৭-১৮ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করবে ২৬ জুলাই। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা এ কথা জানান। তিনি বলেন, ২৬ জুলাই সকালে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সতর্কতামূলক অবস্থান বজায় রেখে এবং বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মূল্যস্ফীতি প্রভৃতিকে গুরুত্ব দিয়ে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে উল্লেখ করে শুভঙ্কর আরো বলেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতিতে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন আনব না।

মুদ্রানীতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান জানান, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট এবং রাজস্ব নীতি অনুসারে মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করা হবে।

দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই নীতিকে অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে অর্থনীতিবিদ, বিভিন্ন উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের কাছ থেকে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তাবনা এসেছে। সেসব পরামর্শ বিশ্লেষণের পরেই মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করছি আমরা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন