গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০ টাকা, খাসি ২০

  20-08-2017 03:04PM


পিএনএস ডেস্ক: কোরবানির পশুর চামড়ার সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা ও ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪০ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সারাদেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা ও বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকায় সংগ্রহ করা হবে। রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের নিয়ে এই মূল্য ঘোষণা করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন