পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা

  06-01-2019 04:19PM

পিএনএস ডেস্ক :দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের প্রথম কার্যদিবস থেকেই পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় প্রতিদিনই লেনদেন বাড়ছে। তারই ধারাবাহিকতায় ৪র্থ কার্যদিবসে এ মূল্য সূচকের ব্যাপক উত্থানের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার (৬ জানুয়ারী) ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা।

সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাড়িয়েছে ১ হাজার ২৬ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার টাকায়। যা ডিএসইতে সাড়ে ৩ মাস বা ৭৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪ কোটি টাকা।

দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭ শতাংশ বা ২৬৫টির, কমেছে ১৮ শতাংশ বা ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ শতাংশ বা ১৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৪০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন