তেল ব্যবসায় মাথায় হাত সৌদির

  21-03-2021 02:31PM

পিএনএস ডেস্ক : তেলের ব্যবসায় বড় ধরনের ধাক্কা খেয়েছে সৌদি আরব। এনার্জি জায়ান্ট সৌদি আরামকো’র মুনাফা গত বছর প্রায় অর্ধেক কমেছে।

কারণ হিসেবে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে তেলের চাহিদা কমে যাওয়ার কথা বলা হয়েছে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে আরামকো জানিয়েছে, ২০২০ সালে কোম্পানিটির মুনাফা ৪৪.৪ ভাগ কমেছে। গত বছর আয় ছিল ৪৯ বিলিয়ন ডলার যা এর আগের বছর ছিল ৮৮.২ বিলিয়ন ডলার।

সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। দাম কমে যাওয়া এবং উৎপাদন কমিয়ে দেওয়ায় দ্বিগুণ ধাক্কা খেয়েছে দেশটির তেল রপ্তানি।

বিশ্লেষকরা বলছেন, করোনা সংক্রমণের আরেক দফা ঢেউয়ের ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে সৌদি এনার্জি জায়ান্টকে। কারণ, এর ফলে বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য পুনরুদ্ধার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং তেলের বৈশ্বিক চাহিদা আরও কমবে।

সৌদি আরবের অর্থের মূল জোগানদাতা আরামকো ২০১৯ সাল থেকে আয়ের হিসাব প্রকাশ করে আসছে। তখন থেকেই কোম্পানিটির আয় ধারাবাহিকভাবে কমছে। চাপে পড়ে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে মাল্টি-বিলিয়ন ডলারের প্রকল্প নিতে বাধ্য হয়েছে রিয়াদ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন