জাবিতে পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ৪ ডিসেম্বর শুরু

  28-11-2016 11:32PM

পিএনএস : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ৪ ডিসেম্বর (রবিবার) শুরু হবে। সোমবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ও ৫ ডিসেম্বর সংশ্লিষ্ট ইউনিট ও ইনস্টিটিউট অফিসে লিখিত পরীক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ‘সি’ ইউনিটের অন্তর্ভূক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় কোটা, খেলোয়াড় কোটা (শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ), প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য ৪ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সাক্ষাৎকার গ্রহণ শেষে ৭ ডিসেম্বর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর ৮, ১১, ১৩ ও ১৫ ডিসেম্বর মেধা তালিকা থেকে ভর্তি করা হবে। এরপর ১৯ ডিসেম্বর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ২৭ ডিসেম্বর তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন