জাতীয় বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরি উদ্বোধন

  12-02-2017 03:54PM

পিএনএস ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অটোমেটেড লাইব্রেরি সিস্টেমের (ই-লাইব্রেরি) উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ই-লাইব্রেরির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, লাইব্রেরি ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। সারাদেশের অধিভুক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা স্ব স্ব অবস্থান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরি সুবিধা লাভ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিভাগীয় প্রধান ও গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, প্রো-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ প্রমুখ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন