ইবতেদায়ি শিক্ষকদের লাগাতার ধর্মঘটের ঘোষণা

  30-04-2017 03:44PM


পিএনএস: সকল ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি বাস্তবায়ন না হলে লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ৪র্থ দিনের অবস্থান ধর্মঘটে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোখলেছুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

মোখলেছুর রহমান বলেন, ‘জাতীয়করণের দাবিতে লাগাতার ধর্মঘটসহ আগামী ২ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা এবং মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।’

তারা বলেন, ‘২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার একযোগে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণ করেনি। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে অনেক সুপারিশ প্রেরণসহ শিক্ষা মন্ত্রণালয়ে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১৯৯৪ সালে সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত থাকলেও তা পূরন হয়নি।’

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মূসা ভুইয়া প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন