উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শাবি উপাচার্য

  24-05-2017 03:23PM

পিএনএস ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

বুধবার ১২টা ৩৫ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে তাকে ঢাকায় নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপাচার্যের ব্যক্তিগত সচিব ও প্রশাসনিক কর্মকর্তা কবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, উপাচার্য হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন ছিল তবে এখন ঢাকায় নেয়া হয়েছে।

রাগীব রাবেয়া হাসপাতালের অধ্যক্ষ আধ্যাপক ডা. এ টি এম আব্দুল জলিল বলেন, বর্তমানে তার কন্ডিশন ভালো। তবে কয়েকটি পরীক্ষা করালে শারিরীক অবস্থা বোঝা যাবে।

পরিক্ষার যন্ত্রগুলো সিলেটে না থাকায় এবং আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন