বাকি খাওয়া নিয়ে দোকান ভাঙচুর

  26-05-2017 11:50PM

পিএনএস ডেস্ক: বাকি খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস সংলগ্ন দোকান-পাটে ভাঙচুর চালিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর কর্ণকাঠি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের দোকান-পাটে এ ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে ক্যাম্পাসের সামনে একটি দোকানে বাকি খাওয়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে দোকানির বাকবিতণ্ডা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা সেখানে ছুটে যান।

এক পর্যায়ে ক্যাম্পাসের সামনে বিভিন্ন দোকান ও খাবার হোটেলে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাকি খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে শিক্ষার্থীরা এ ভাঙচুর চালায়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি জানান, প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ হামলা চালান। এ সময় তাদের মালামাল লুটপাট হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন