একাডেমিক কার্যক্রমে পিছিয়ে পড়েছে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ

  22-09-2017 11:26AM

পিএনএস ডেস্ক: একাডেমিক কার্যক্রমে এক বছর পিছিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। কেউ পাচ্ছে না ফল, কারো বা হচ্ছে না পরীক্ষা। এ অবস্থায় আন্দোলনের চিন্তা করছে তারা। উপাচার্য বলছেন, প্রায় আড়াই লাখ শিক্ষার্থী ব্যবস্থাপনার সক্ষমতা পুরোপুরি তাদের নেই। তারপরও সমস্যা সমাধানে একটি সেল গঠন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের সব কলেজের অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি। ফলাফল প্রকাশিত হয় ১৪ মে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ফলাফল এখনো বের হয়নি।

শুধু এই ব্যাচের শিক্ষার্থীরাই নয়। ৭ কলেজের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই পড়েছে নানা জটিলতায়। বাড়ছে সেশনজট।

কোন ধরনের পরিকল্পনা ছাড়া কলেজগুলোকে অধিভুক্ত করায় সংকটের সৃষ্টি হয়েছে বলে মনে করেন উপাচার্য।

শিক্ষার মানোন্নয়নে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি সরকারি কলেজকে অধিভুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন