শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার নির্দেশ

  20-09-2018 09:24PM

পিএনএস ডেস্ক : জাতীয় নির্বাচনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা যতটা সম্ভব এগিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কোন নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

তবে, প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে, যতটা সম্ভব স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই যেন শেষ করা হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতার প্রেক্ষাপটে উক্ত নির্দেশনা দেয়া হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে। সূত্র জানান, উপরোক্ত নির্দেশনা সংক্রান্ত আদেশ আগামী সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারী করা হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক উইং থেকে জানা গেছে, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন এ সংক্রান্ত কোন নির্দেশনা কোথাও পাঠানো হয়নি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন