ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  11-11-2018 09:50PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: “মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলা শিক্ষা অফিস আয়োজনে ১১ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা সহাকারী শিক্ষা অফিসার মোঃ ফিরোজুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিভাগীয় উপ-পরিচালক (রংপুর) মোঃ আব্দুল ওহাব , সভাপতির আসন অলংকৃত করেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, বিশেষ অতিথির আসন অংলকৃত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওসমান গণি , ইন্সট্রাক্টর ইউআরসি মোঃ রইছুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুর রহমান সাজ্জাদ , মোঃ রাশেদুজ্জামান ,স্বপন রাম কৃষ্ণ এবং অন্যন্যরা।

সভায় প্রধান অতিথি মানসম্মত প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিতকরন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ , শিক্ষার্থীদের প্রতিভা লালন , অভিভাবক মহলে সচেতনতা বৃদ্ধি, প্রাক-প্রাথমিক রুম সজ্জিতকরন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের মাননীয় সচিব মহোদয়ের নির্দেশ মোতাবেক পাঠদানসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন ।

উল্লেখ্য যে, সভায় উপজেলা ২ শত ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ অংশ গ্রহন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন