কালো চক

  14-06-2019 03:18PM

পিএনএস ডেস্ক : শিশুতোষ এই বইটি বাংলা ভাষাসহ এখন পর্যন্ত মোট নয়টি ভাষায় প্রকাশিত হয়েছে । বইটির লেখক মোহাম্মদ শাহ আলম। যিনি শিশুদের শিক্ষা উন্নয়নের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনে কাজ করেছেন। এখন পর্যন্ত পনেরটিরও বেশি শিশুতোষ গল্প লিখেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে এবং ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শাহ আলম।

রুম টু রিড এই বইটি প্রকাশ করেছে। সম্পাদনা করেছেন সাইদুস সাকলাইন। আর ছবি এঁকেছেন এ এস এম তানভীর হাসান।

একটি ছেলে কালো দেয়ালে সাদা চক দিয়ে ছবি আঁকছে। একসময় কালো দেয়াল শেষ হয়ে গেল। শুরু হলো সাদা দেয়াল। এখন দরকার কালো চক। যাতে সাদা দেয়ালের ছবিগুলো দেখা যায়। এবার কোথায় সে কালো চক পাবে? এভাবেই এগিয়ে গেছে কালো চকের গল্প।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন