ভারতীয় টিকায় অ্যালার্জি থাকলে না নেয়াই ভালো: জবি উপাচার্য

  11-02-2021 04:04PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (জবি) অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, জাতির কাছে প্রত্যাশা সবাই যেন করোনা ভাইরাসের টিকা গ্রহণে অংশগ্রহণ করে। আর যাদের ভারতীয় টিকা নিয়ে অ্যালার্জি আছে তারা টিকা না নেয়াই ভালো। তারা পাকিস্তান থেকে টিকা ক্রয় করুক বা অন্য কোথাও থেকে ক্রয় করুক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনার টিকা নেন তিনি।

এ সময় জবি উপাচার্য বলেন, ভ্যাকসিন নিয়ে দেশের মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল তা কেটে গেছে। এখন দলে দলে মানুষ ভ্যাকসিন নিচ্ছে। এ ভ্যাকসিন নিরাপদ। যারা এটি নিয়ে গুজব ছড়াতে চায় তাদের কথায় না কান দিয়ে আমি বলবো সবাই ভ্যাকসিন গ্রহণ করুন।

ভ্যাকসিন গ্রহণের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি আজ সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিয়েছি। আমার স্ত্রী টিকা নিয়েছেন সাড়ে ৮টায় আর আমার যেতে দেরি হওয়ায় টিকা নিয়েছি সাড়ে ৯টায়। এখন পর্যন্ত ভালোই আছি। কোনরকম সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না। ইনজেকশন দেওয়ার সময়ও কোনো সমস্যা হয়নি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন