লকডাউনে যেভাবে স্কুলে যাবেন শিক্ষকরা

  05-04-2021 05:54PM

পিএনএস ডেস্ক: করোনা সংক্রমণ রোধে সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে সারাদেশে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে। চলবে আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক শিক্ষকদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম।

তবে লকডাউনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বস্তির খবর হল- সব শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না।

এ ব্যাপারে ডিপিই ডিজি মনজুরুল আলম বলেন, লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কীভাবে? এছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কিনা সেটি প্রজ্ঞাপন জারির পর বলতে পারবো।

ডিপিই ডিজি আরো বলেন, লকডাউনের পর স্কুলের দাপ্তরিক কাজে প্রধান শিক্ষকসহ যাদের যাদের প্রয়োজন তারা রোস্টার করে স্কুলে যাবেন। বাকি শিক্ষকরা বাড়িতে অবস্থান করবেন।

একই নির্দেশনা সব স্কুল-কলেজেও দেয়ার কথা জানিয়েছিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন