অবন্তিকার মৃত্যু: ৬ দফা দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মশাল মিছিল

  17-03-2024 10:58PM

পিএনএস ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের স্থায়ী বহিস্কারের দাবিসহ ছয় দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রবিবার সন্ধ্যায় শান্ত চত্বরে ফাইরুজ অবন্তিকার হত্যায় জড়িতদের অবিলম্বে কঠোর শাস্তি প্রদানের দাবিতে মশাল মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে ভিক্টোরিয়া পার্ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে অবন্তিকার স্মরণে আলোক প্রজ্বলন ও পারফরমেন্স আর্ট প্রদর্শনী করেন শিক্ষার্থীরা।

৬ দফা দাবিগুলো হলো- অবিলম্বে তদন্ত করে আম্মানসহ তার সহপাঠি ও জড়িত প্রক্টরকে স্থায়ী বহিস্কার করতে হবে, সাবেক প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, পূর্বের সব নিপীড়নের বিচার করতে হবে, ক্যাম্পাসে নিপীডন দমন সেল গঠন করতে হবে, তদন্ত সাপেক্ষে কেউ অভিযোগ করলে বিচার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী নিয়োগ করতে হবে, ইতিমধ্যে ৪৪ ঘণ্টা পার হলেও গ্রফিতার এবং সাময়িক বহিষ্কার ছাড়া কিছুই করা হয়নি। আগামী সাতদিনের মধ্যে সব রকমের বিচার শেষ করতে হবে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন