কাবুলে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহত ১৩

  25-08-2016 11:50PM



পিএনএস: আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান ইউনিভার্সিটিতে বন্দুকধারীদের হামলায় সাত শিক্ষার্থীসহ ১৩ জন নিহত হয়েছেন। বুধবার রাতে গোলাগুলির ১০ ঘণ্টা পর পুলিশ দুই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আটকা পড়েছিলেন। পুলিশ বলছে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

কোনো সংগঠন এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

কাবুল পুলিশের প্রধান আবদুর রহমান রাহিমি জানান, নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্য ও তিনজন প্রহরী রয়েছেন। এ ঘটনায় ৩৫ জন শিক্ষার্থী ও নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে উদ্ধার পাওয়া পুলিতজার পুরস্কারজয়ী ফটো সাংবাদিক মাসুদ হোসাইনি বলেন, ‘আমি জানালার কাছে গিয়ে সাধারণ পোশাক পরা এক ব্যক্তিকে দেখলাম। তিনি আমার দিকে লক্ষ্য ছুড়লেন, যার ফলে জানালার গ্লাস ভেঙে যায়।’ পরে তিনি ঘটনাস্থল থেকে মুক্ত বার্তা সংস্থা এপিকে বিষয়টি বলেন। তিনি জানান, অন্তত দুটি গ্রেনেড শ্রেণিকক্ষের ভেতরে ছোড়া হয়েছিল।



পিএনএস/ বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন