টানা ১৬ দিনের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়

  08-10-2016 01:27PM



পিএনএস, ঢাবি: হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপূজা ও লক্ষ্মীপূজা, মুসলিমদের পবিত্র আশুরা, বিশ্ববিদ্যালয় শোকদিবস এবং শরৎকালীন ছুটি উপলক্ষে ৯ অক্টোবর রোববার থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

আগামীকাল রোববার (৯ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) পর্যন্ত ১২ দিন একাডেমিক ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিস ও প্রশাসনিক কার্যক্রম ১১, ১২ ও ১৫ অক্টোবর মোট তিন দিন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা বন্ধ থাকলেও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম যথারীতি পূর্ব ঘোষিত সময় অনুযায়ী চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

৯ অক্টোবর থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হলেও কার্যত ৭ অক্টোবর শুক্রবার থেকেই অনানুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে।

অন্যদিকে ২১ অক্টোবর শুক্রবার ও ২২ অক্টোবর শনিবার হওয়ায় আরও দুই দিন অতিরিক্ত ছুট পাবে শিক্ষার্থীরা।

নির্ধারিত ১২ দিনের ছুটি হলেও ৭ ও ২১ অক্টোবর শুক্রবার এবং ৮ ও ২২ অক্টোবর শনিবার মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে ঢাবি শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ও শনিবার মোট দুই দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন