মালদ্বীপে সাগরে ডুবে বাংলাদেশির মৃত্যু

  27-12-2023 11:56AM



পিএনএস ডেস্ক: মালদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) মালদ্বীপের জনবহুল ভিলিংগিলি আইল্যান্ড নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মো. আলাউদ্দিনের বড় ছেলে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা জায়, সাইদুল ইসলাম আট বছর আগে মালদ্বীপে এসেছিলেন। তিনি একটি মাছের বোটে কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে ডাইভিং করার জন্য পানির নিচে গেলে, সময় মত উঠে না আসায় চিন্তিত হয়ে যান বোটটিতে থাকা তার সহকর্মীরা।

পরে সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসার পর তার আশঙ্কাজনক অবস্থা দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তারা। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ওই আইল্যান্ডটির হিমঘরে রাখা হয়েছে।

নিহতের বাবা তার সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন