আবার বাবার কথায়

  19-10-2016 06:18AM



পিএনএস: সম্প্রতি বাজারে এসেছে এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী দিঠি আনোয়ারের চতুর্থ একক অ্যালবাম ‘পোড়াচোখ’। অ্যালবামটি শ্রোতাদের মাঝে বেশ সাড়াও ফেলেছে। এরই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসে প্রকাশ করার জন্য নতুন একটি গান গাইতে যাচ্ছেন তিনি। গানটি দিঠির বাবা প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের লেখা। এর কথা হচ্ছে ‘আকাশটা বাড়াচ্ছে মেঘ, বাতাসটা বাড়াচ্ছে বেগ’। গানটির সুর ও সংগীতায়োজন করছেন ফয়সাল আহমেদ। দিঠি জানান, শিগগিরই গানটির রেকর্ডিং সম্পন্ন করবেন। তিনি বলেন, যেহেতু সামনে ভালোবাসা দিবস আসছে। তাই আমার ভক্ত-শ্রোতাদের জন্য নতুন একটি গান নিয়ে আসছি। গানটির রেকর্ডিংয়ের পর এর মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তারও প্রস্তুতি চলছে। আশা করছি গানটি ভালো হবে। কারণ আব্বুর গানের কথাটা খুবই চমৎকার। আমার হৃদয় ছুঁয়ে গেছে। সব শ্রেণির শ্রোতার ভালোলাগার জন্যই গানটি গাইতে যাচ্ছি। উল্লেখ্য, প্লে-ব্যাকে দিঠি আনোয়ার প্রথম কণ্ঠ দেন গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ চলচ্চিত্রে। এরপর আরো বহু চলচ্চিত্রে গান গেয়েছেন। সর্বশেষ তিনি তারই বাবার নির্দেশনায় নির্মিত ‘জীবনের গল্প’ চলচ্চিত্রে গান গেয়েছেন। বাজারে দিঠি আনোয়ারের চারটি একক অ্যালবাম রয়েছে। সেগুলো হচ্ছে ‘লাল গোলাপের শুভেচ্ছা’, ‘মরণ যদি হয়’, ‘একালের গান সেকালের গান’ ও ‘পোড়া চোখ’।


পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন