মমতাজের কারিশমা

  27-10-2016 06:40AM



পিএনএস: ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। তবে মাঝে বিভিন্ন ব্যস্ততার কারণে নতুন গান ও অ্যালবাম কয়েক বছর প্রকাশ করেননি। মধ্যে একটি অ্যালবাম করলেও সেটি নিয়ে তেমন একটা সরব ছিলেন না মমতাজ। তার প্রচার প্রচারণায়ও অংশ নিতে পারেননি। এদিকে মমতাজ এ সময়টায় ব্যস্ত ছিলেন স্টেজ শো নিয়ে। সিনেমার গানেও নিয়মিত পাওয়া গেছে তাকে। গত বছরই ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিতে প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এ তারকা। আর চলতি বছরে এসে যেন পুরোপুরি সরব হয়েছেন এ শিল্পী। অ্যালবাম, স্টেজ, প্লেব্যাক- প্রত্যেকটি ক্ষেত্রেই সুসময় বিরাজ করছে তার। আর তারই ধারাবাহিকতায় গত ঈদে প্রকাশ পায় মমতাজের নতুন গান ‘লোকাল বাস’। লুৎফর হাসান ও গোলাম রাব্বানির কথায় এ গানটির সুর ও সংগীত করেন প্রীতম হাসান। এ গানটিতে মমতাজের সঙ্গে র্যাাপ করেছেন শাফায়াত। গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেন তানিম রহমান অংশু। দীর্ঘ সময় পর ভিন্নধর্মী ও মজার এ গানটি দিয়ে বাজিমাত করেন মমতাজ। গানটি ইতিমধ্যে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। মমতাজকে অনেকেই বলে থাকেন গ্রামবাংলার ফোকসম্রাজ্ঞী। কিন্তু এ গানটির মাধ্যমে শহুরে শ্রোতাদের কাছেও সমাদৃত হচ্ছেন তিনি। ‘লোকাল বাস’-এর ভিডিওতে তার পারফরম্যান্স অন্যরকম মাত্রা যোগ করেছে গানটিতে। এদিকে এ গান ছাড়াও মমতাজ পহেলা বৈশাখ ও ঈদে দুটি একক অ্যালবাম প্রকাশ করেন। এ দুটি অ্যালবামের সব গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। দুটি একক ছাড়াও কয়েকটি দ্বৈত ও মিশ্র অ্যালবামেও গান গেয়েছেন মমতাজ। এরই মধ্যে শফিক তুহিনের কথা ও সুরে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে প্লেব্যাকও করেছেন মমতাজ। তার কণ্ঠের এ গানটিতে পারফর্ম করতে দেখা যাবে ভারতের আইটেম গার্ল রাখী সাওয়ান্তকে। সবকিছু মিলিয়ে চলতি বছরটাকে মমতাজের ফেরার বছর বললেও ভুল হবে না। কারণ, এ বছর শুধু প্রত্যাবর্তনই করেননি তিনি, নিজের কারিশমা নতুন করে শ্রোতাদের দেখিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে মমতাজও যে এগিয়ে যেতে পারদর্শী, সেটা প্রমাণ করেছেন। চলতি বছর আরো কয়েকটি গান প্রকাশের কথা রয়েছে মমতাজের। পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন আগামী বছরের ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখের অ্যালবামেরও। এ বিষয়ে মমতাজ বলেন, এ বছর অনেক গান করেছি অনেক দিন পর। বিশেষ করে এখন যেখানেই যাচ্ছি কেবল ‘লোকাল বাস’-এর জন্য অভিনন্দন জানাচ্ছেন সবাই। এ গানটির ভিন্নধর্মী কনসেপ্ট শ্রোতা-দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। সামনে এ ধরনের গান আরো করতে চাই। ডিসেম্বর পর্যন্ত আরো কিছু নতুন গানে কণ্ঠ দেবো। সেগুলোর কাজই এখন করছি। দেখা যাক কী হয়।॥


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন