বিক্ষোভের মধ্যেই মুক্তি আয় দিল হ্যায় মুশকিলের

  28-10-2016 10:20PM

পিএনএস: ঝামেলা মিটেছিল অনেকটাই, তবে শেষ রক্ষা হল না। গোটা ভারতে খুব একটা শান্তিতে মুক্তি পেল না অ্যায় দিল হ্যায় মুশকিল। মহারাষ্ট্রের নব নির্মাণ সেনা হুমকি দিয়েছিল, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের উপস্থিতির জন্যই এ ছবির মুক্তিতে ঝামেলা পাকাবে তারা। সে বিষয়টা আলোচনা করে সমাধান হয়েছিল। তবু, বিক্ষিপ্ত ভাবে জব্বলপুর ও গোয়ালিওয়রে মুক্তিতে ঝামেলায় পড়তে হল এই ছবিকে। শুক্রবার সকাল থেকেই খবর আসতে থাকে, ভারতের বেশ কয়েকটি সিনেমা হলের মালিক দেখাতে অস্বীকার করেছেন করণ জোহরের ছবিটি। জব্বলপুরের হিন্দু পরিষদের সমর্থকরা নাকি আজ সকাল ৯ টার শো–টিতে ঝামেলা করে শো বন্ধ করিয়েছেন। একই ঘটনা ঘটেছে গোয়ালিওয়ের একটি মাল্টিপ্লেক্সেও। সেখানেও সিনেমার পোস্টার ছেঁড়ার পাশাপাশি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ছবিতেও। কিন্তু এই ঝামেলার সমস্ত দায় এড়িয়ে গেছে হিন্দু পরিষদ। জানিয়েছে, সমস্ত হলেই নির্বিঘ্নে ছবি দেখেছেন দর্শকরা। অন্যদিকে, এখনও, অর্থাৎ বিকেল ৬ টা পর্যন্ত যা হিসাব, তাতে প্রথম দিনেই মোট ১৫ কোটি টাকার ব্যবসা করতে চলেছে করণ জোহারের অ্যায় দিল হ্যায় মুশকিল।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন