মুক্তিযুদ্ধের গল্প নিয়ে টেলিছবি ‘থ্রি নট থ্রি রাইফেল’

  04-12-2016 01:49AM



পিএনএস ডেস্ক : শুরু হয়েছে মহান বিজয়ের মাস। এক সাগর রক্ত আর লক্ষ প্রাণের বিনিময়ে ডিসেম্বরের ১৬ তারিখ আমরা পেয়েছি চূড়ান্ত বিজয়। অন্যান্য বছরের মতো এবারও মহান বিজয়ের মাস উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধের গল্পনির্ভর টেলিছবি ‘থ্রি নট থ্রি রাইফেল’।

মো.শামীমের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন রাশেদ শামীম। এতে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, ফারহানা মিলি, আশরাফ কবির, অভি, আবুল কালাম সেতু প্রমুখ।


টেলিছবিতে দর্শক দেখবেন, মুক্তিযুদ্ধের উত্তাল সে সময়ে দেশের বিভিন্ন এলাকাতেই যুদ্ধ করার মতো কোনো অস্ত্র ছিলো না মুক্তিকামী মানুষের। ঠিক এমনই একটি এলাকাতে একটি ৩০৩ রাইফেল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় একদল যুবক। কিন্তু ৩০৩ রাইফেলটি মুক্তিযোদ্ধাদের একটি ট্রেনিং ক্যাম্পে পৌঁছে দিতে পথে পথে নানান সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। একসময় ওই যুবকদের একজন একাই রাইফেলটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পৌঁছানোর দায়িত্ব নেন। এভাবেই গল্প এগুতে থাকে থ্রি নট থ্রি রাইফেলের।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন