বাংলাদেশের প্রতিনিধি হয়ে ভারতে এ আই রাজু

  05-12-2016 04:04PM

পিএনএস: ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা তার। শিল্পী হবার বাসনায় শিখেছেন গিটার। গানের তালিম নিয়েছেন ওস্তাদ সঞ্জীব দে’র কাছে। অবশেষে পাওয়ার ভয়েসের দ্বিতীয় রানার আপ এ আই রাজু হয়েই শোবিজে তার পথচলা শুরু।

পুরো নাম মোহাম্মাদ আতিকুল ইসলাম রাজু। বর্তমানে তিনি ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া-২০১৬’ শীর্ষক আয়োজনে ৭ দিনের সফরে ভারতে রয়েছেন। দেশটির ৫ প্রদেশে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের সফল যুবকদের প্রতিনিধি হিসেবে। বিভিন্ন স্থানে তিনি গানও পরিবেশন করছেন।

সফরের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরা। এর সহযোগিতা করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন। তারই অংশ হিসেবে ১০০ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলকে নিয়ে আজ সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

এ প্রসঙ্গে রাজু বলেন, ‘এই সফর আমার জন্য দারুণ এক প্রাপ্তি। অনেক কিছুই শিখবো, জানবো। দেশের প্রতিনিধি হিসেবে ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া-২০১৬’র অংশ হতে পেরে আরো অনেক সাফল্যে অনুপ্রেরণা পাচ্ছি।’



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন