‘মেরি কম’এর সাফল্য ধরে মহাকাশ অভিযানে পিগি চপস

  25-04-2017 04:19PM

পিএনএস ডেস্ক : মহিলারা আজ কোনও অংশেই পিছিয়ে নেই৷ পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে তারা এগিয়ে চলেছে সমাজে৷ পথে চলতে গিয়ে আসে অনেক বাধা৷ কিন্তু সেই সমস্ত বাধাকে একেবারেই আমল না দিয়ে দিকভ্রষ্ট না হয়ে নিজ লক্ষে স্থির থাকেন এই সমস্ত বীর সাহসিনীরা৷ এমনই এক বীর সাহসিনীর নাম কল্পনা চাওলা৷

ভারতীয় বংশোদ্ভুত কল্পনা বীরের মতন মৃত্যুবরণ করে নিয়েছিলেন৷ তাঁর কাহিনী আজও শুধু নারীদের নয়৷ বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে৷ তাঁর স্পেস স্যাটেলাইটটি সাতজন ক্রিউ মেম্বার নিয়ে পৃথিবীতে অবতরণ করতে গিয়ে বায়ূমণ্ডলের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়ে যায়৷ এবার সেই সমস্ত কাহিনী নিয়েই তৈরি হচ্ছে কল্পনা চাওলার বায়োপিক৷


তাঁর এই কাহিনী ভবিষ্যত প্রজন্মের কাছেও অনুপ্ররণা দেয়৷ এবার তাই নয়া প্রজন্মের কাছে তাঁর সম্পূর্ণ জীবণকাহিনী চিরস্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছেন এক নতুন প্রোডাকশন কোম্পানি৷ আর কল্পনার চরিত্রে অভিনয় করতে কাকে দেখা যাবে? সেই নিয়ে একটি চাপানোতর গুজব চলছিলই৷ সেই সমস্ত গুজবের অবসান করলেন নায়িকা নিজেই৷ এই চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংকা চোপড়া৷ এই প্রসঙ্গে তিনি বলেন, গত সাত বছর ধরে তিনি এই চরিত্রটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷ তিনি খুবই উত্তেজিত এই ছবিটি নিয়ে৷



তবে, এটি প্রথমবার নয়৷ এর আগেও মেরি কম-এর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি৷ এবার এই মহাকাশচারীর চরিত্রে অভিনয় করে তিনি যে আবারও সিনে-প্রেমীদের মন জয় করতে চলেছেন তা বলাই বাহুল্য৷ তবে, কবে এই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে সেই বিষয়ে কোনও বিস্তৃত তথ্য পাওয়া যায়নি৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন