রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

  19-05-2017 12:48AM


পিএনএস ডেস্ক: ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। উৎসবের অনুষ্ঠানমালায় রয়েছে গীত, বাদ্য নৃত্য, আবৃত্তি ও আলোচনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও বিশেষ অতিথি হিসাবে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি উপস্থিত থাকবেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি ও বিশেষ অতিথি হিসাবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এমপি এ সময় উপস্থিত থাকবেন।

রবীন্দ্র-নজরুল উৎসবে সভাপতিত্ব করবেন এমেরিটাস প্রফেসর রফিকুল ইসলাম।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন